Autobiography of a temple in bengali language

  • Autobiography of a temple in bengali language
  • Autobiography of a temple in bengali language notes!


     “পুণ্যলোভীর নাই হল ভিড় শূন্য তোমার অঙ্গনে,
    জীর্ণ হে তুমি দীর্ণ দেবতালয়।
    অর্ঘ্যের আলো নাই বা সাজালো
    পুষ্পে প্রদীপে চন্দনে
    যাত্রীরা তব বিস্মৃতপরিচয়।”

    কবিগুরু রবীন্দ্রনাথের লেখায় বর্ণিত এই মন্দিরের মত সময়ের সাথে সাথে পুরনো হয়ে যায় অনেক কিছু, আর পুরোনো হয়ে যাওয়া সব জিনিসের মূল্য কমতে থাকে। কখনো সিনেমায় অথবা বাস্তব জীবনে তোমরা হয়তো জঙ্গলের মধ্যে বা লোকালয়ে জীর্ণ অবস্থায় দাঁড়িয়ে থাকা পুরনো ভাঙ্গা মন্দির দেখে থাকবে যা দীর্ঘকালের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে থাকে বছরের পর বছর ধরে একই জায়গায়। আমি এমনই এক মন্দির। আমার ভাঙ্গা অংশগুলোতে জড়িয়ে থাকা আত্মকথা আজ তোমাদের বলবো।

    নিজের ধ্বংসের প্রতীক্ষা, Nijer dhhongsher protikhha

     পৃথিবীতে সম্ভবত প্রাচীনের কোনও মূল্য নেই, তা বস্তু হোক কিংবা মানুষ, সে যত প্রাচীন হয় তার কদর বোধহয় ততটাই কম হতে থাকে। যদি তাই না হতো তাহলে হয়তো আজ আমার এই দুর্দশা হতো না। আমি এই গ্রামের প্রান্তে ঘন জঙ্গলের মাঝখানে দীর্ঘ ২০০ বছর পুরোনো ভগ্নপ্রায় একটি মন্দির।

    লোকচক্ষুর আড়াল হয়ে হারিয়ে যাচ্ছি আজ বহুকালের কথা, মানুষের অবহেলায় জীর্ণ ও ভগ্নপ্রায় আমার